শীতবস্ত্র বিতরণ
আর্ত-মানবতার সেবায় ‘বন্ধু ৯৮’ এগিয়ে আসা শুরু হয় ঈদের দরিদ্র ও ছিন্নমূল জনগোষ্ঠীদের জন্যে ঈদের উপহার বিতরণের মধ্য দিয়ে। কিন্তু খুব দ্রুতই সেবা কার্যক্রম বিভিন্ন দিকে প্রসার ঘটতে থাকে। সেবাকাজ গুলো সফল হবার ফলে ক্রমাগত আরো বন্ধু দেশে এবং বিদেশ থেকে বিভিন্ন উদ্যোগে তাদের অর্থসাহায্যের পরিমাণও বাড়াতে থাকে। ফলশ্রুতিতে, বগুড়া শহরে শীতের প্রকোপের কথা চিন্তা করে ২০১৭ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে বগুড়ায় অবস্থানরত বন্ধুদের কল্যানে প্রথমবারের মতো উদ্যোগ নেয়া হয় দরিদ্র ও ছিন্নমূল জনগোষ্ঠীদের জন্যে শীতবস্ত্র বিতরণের। ‘বন্ধু ৯৮’ বন্ধুদের সর্বোতভাবে আর্থিক সহযোগীতা এবং বগুড়ায় বসবাসরত বন্ধুদের সম্মুখভাগে থাকার কল্যানে ২০১৮ সালের জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহ (৮ জানুয়ারী থেকে শুরু করে) কয়েক রাত মিলে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় কম্বল ও শীতবস্ত্র বিতরন সম্ভব হয়।
সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারী মাসেও আবারো কম্বল এবং চাদর নিয়ে ‘বন্ধু ৯৮’ এর বন্ধুরা শীতার্ত মানুষদের সেবায় ঝাপিয়ে পড়ে। বরাবরের মতো নিজেদের অর্থ্যায়নে এবং কায়িক শ্রম দিয়েই এই কর্মসুচীকে সাফল্যমন্ডিত করা হয়।
চিত্রঃ ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল নিয়ে দেবদূতের মতো হাজির হয়ে গেলো ‘বন্ধু ৯৮’ এর বন্ধুরা